সকাল থেকে সন্ধ্যা জেগে থাকি কিংবা ঘুমিয়ে আমি সবসময়ই ঐ স্বপ্নে থাকি, যেন আমার সবটা জুড়েই স্বপ্নের আবরণ। এখনো অনেক ছোট আমি বড্ড ছোট স্বপ্ন দেখার জন্য ঐ স্বপ্নটাকে কল্পনাতে সাজানোর মত পক্ক হয়নি এখনো আমার মস্তিষ্কের নিউরণ গুলো। কিন্তু ঐ দিন শুনছিলাম দাদু মাকে বলছিলো স্বপ্ন ছোট থেকেই দেখতে হয় আর সেই স্বপ্নের জন্য লক্ষ্য তৈরী করে সেটার জন্য পরিশ্রম করতে হয় তবেই না ছোটবেলার স্বপ্ন গুলো বড় হয়ে বাস্তবতায় রূপান্তরিত করা যায়৷ সেদিন থেকেই আমার স্বপ্ন দেখার যাত্রা শুরু, কতশত স্বপ্নের আঁকিবুঁকি করে চলেছি আমি।
bangla golpo 2022
হাজারো রকমের ভাবনা আমার ছোট্ট মটরদানার মত মাথাটায় ঘুরপাক খেতে থাকে, তবে আমার বেশ লাগে সেই সময়টা আমি তো তখন আনন্দে ভাসি স্বপ্ন দেখার আনন্দ। আমার তো তেমন কোন কাজ নেই, সারাদিন শুয়ে থাকি আর টাইমে টাইমে মায়ের আদর খাই। মায়ের আদর খেতে কার না ভালো লাগে আমার একটু বেশিই ভালো লাগে হয়তো আমি মায়ের নেওটা বলেই। মা আমাকে তার কাছ ছাড়া করেই না, সারাদিন নিজের সাথে লেপ্টে রাখে আমাকে।
দেখার শুরুতেই আমার স্বপ্ন ঠিক করে ফেলিছি আমি গান গাইবো মানে ঐ গায়ক হবো। আমার সুরেলা কন্ঠের গানে কত মানুষের হৃদয় জয় করে নেব তার ইয়ত্তা নেই। সবাই মন্ত্র মুগ্ধের মত আমরা গান শুনবে আমার কন্ঠের জাদুতে বুদ হবে সবার স্বপ্ন। সেদিনই তো শুনলাম মা মাসির সাথে কথা বলছিলো, মা নাকি বাবার গলায় গান শুনেই প্রেমে পড়েছিলো। বাবা নাকি দারুন গান গায়, বিশেষ করে খালি গলায় যখন গান গায় তখন যে কারও মন ওখানে নিবিষ্ট হবে বাধ্য, প্রকৃতির নিয়মে আমার মারও হয়েছিল। bangla golpo 2022
আমার খুব লজ্জা লাগছিলো মা বাবার প্রেম কাহিনি শুনতে তবে তখনি মনে মনে স্বপ্ন দেখা শুরু আমিও গান গাইবো গিটার বাজিয়ে খালি গলায় গান গেয়ে হাজারো তরুনীর মনে জায়গা করে নেব৷ ইশ, কত কত ফ্যান ফলোয়ার হবে আমার, মিলিয়ন মিলিয়ন ভিউ পাবে আমার কভার করা গান গুলো৷ সিলভার প্লে বাটন, গোল্ডেন তারপর ডায়মন্ড…….ওহহ এমন স্বপ্ন বারবার দেখতে ইচ্ছে করে। উঠতি বয়সীর মেয়েরা আমার জন্য পাগল হবে সন্ধ্যে সকাল আমার চেতনায় ডুবে থাকবে।
দিন চল্লিশ আগে মা আমাকে নিয়ে মামার ঘরে গিয়েছিল, কি সুন্দর ঘরটা। এত সুন্দর করে ঘর সাজানো যায় জানতামই না, দেয়াল জুড়ে নানা রঙের নানা ঢঙের নানান ফ্রেমের ছবি। জানালার কাছে নানা জাতের অর্কিডের ঝুলন্ত টব। দেয়ালে আর ঘরের এখানে সেখানে পড়ে থাকা ছবির সবগুলোই মামার নিজের হাতে আঁকা, চারুকলার স্টুডেন্ট তবে মামা নাকি ছোট বেলা থেকেই দারুর দারুন সব ছবি আঁকতো। bangla golpo 2022
মামার আঁকা ছবি গুলো দেখার পর আমার নতুন স্বপ্নের শুরু আমিও বড় হয়ে মামার মত ছবি আঁকবো, প্রকৃতি ছবি আঁকবো, পশু পাখির, মানুষের আরও কত কি…… ঝাঁকড়া চুলের একটু পাগলাটে দেখতে আমার মামার মুখে শুনেছি মানুষের ছবি একে দিয়ে দারুণ দারুন কমপ্লিমেন্ট পাওয়া যায়। সবাই মাথায় তুলে রাখে, দেশ বিদেশে আর্ট এক্সিবিশনে চড়া দামে বিক্রিও করা যায়। আমি বিক্রি করবো না, সব সাজিয়ে রাখবো প্রিয়জনের, অপ্রিয়জনের সবার ছবি আমার ঘরের দেয়ালে টানানো থাকবে।
কাউকে ফিরিয়ে দেব না, যে চাইবে তারই ছবি আঁকবো আমি, আমি যে শিল্পী হবো শিল্পে জড় ছবিতে প্রাণ দেবো। আমার তুলির আঁচড়ে ক্যানভাসে ভেসে উঠা ছবি গুলো জীবন্ত হয়ে ধরা দিবে সবার চোখে, কেউ ভাববে ভ্রম আবার কেউ ভাববে বাস্তব সবার স্বপ্ন জুড়ে শুধুই আমার রঙিন ক্যানভাসের খেলা। এইতো আবারো খেয়ালে বেখেয়ালে স্বপ্নের পালে নতুন পালকের স্থান হয়ে গেলো। bangla golpo 2022
আজকাল খিদে টা আমার খুব বেড়েছে কিন্তু ইচ্ছে থাকলেও সময়মতো নিজের ইচ্ছে মত কিছু খেতে পারি। মা তার পছন্দসই খাবার গুলোই আমার জন্য রাখে, আমার ইচ্ছে অনিচ্ছের দিকে কর্নপাতও করে না আবার নিজের ব্যস্ততার জন্য আমাকে টাইমে খেতেও দিতে পারে না সেটা নিয়ে আমার খুব অভিমান হয়, মা হয়তো সেটা বুঝেও তাই তো রাতে মাঝে মাঝে লুকিয়ে আইসক্রিম খাওয়ায়।
দাদু দিদা দেখলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু মা তো মা তার সন্তানের জন্য এমন একটু আধটু রিক্স তো নিতেই পারে৷ আমার সাথে মা নিজেও আইসক্রিম খায় একটু একটু করে। তখন আর আমার আনন্দে ধরে না, আইসক্রিমের সাথে সাথে আমার সব অভিমান অভিযোগ গলে যায়। আবার কখনো কখনো অভিমানে আমি গাল ফুলিয়ে বসে থাকি যখন মা কলেজে যাবার সময় কত সুন্দর করে সাজগুজ করে, কপালে টিপ দেয়, লিপস্টিক লাগায়, চুলে সুন্দর সুন্দর বেণী তুলে৷ bangla golpo 2022
কই আমাকে তো একটুও এমন করে সাজায় না, একটা কাজলের টিপ তো কপালে একে দিতে পারে। না সেদিকে একদম বেখেয়ালি আমার মা কিন্তু সেই মা আমাকে একদম কাছ ছাড়া করে না, যেখানেই যাক আমাকে সাথে করে নিয়েই যাবে৷ নিজের চোখের আড়াল হতে দেয় না, সবার কাছ থেকে কেমন লুকিয়ে রাখে যেন কেউ এসে বুঝি আমাকে ছু মেরে নিয়ে যাবে। কলেজেও আমাকে সাথে করে নিয়ে যায় কিন্তু কারও কাছে যেতে দেয় না সবটা সময় নিজের সাথে জড়িয়ে ধরে রাখে।
দিন পনের আগে আমার হঠাৎ নতুন স্বপ্নের ভূত মাথাচাড়া দিতে লাগলো, সবসময় শুধু সেটা নিয়েই ভেবে চলেছি। শুরু টা হয়েছিল মাসির কাছ থেকে, মাসির হাতে ঐ ক্যামেরাটা দেখে। কি যেন একটা অনুষ্ঠানে মাসি সবার ছবি তুলছিলো, আর সবাই মাসির প্রশংসা করছিলো অনেক। মাসির ছবি তোলার হাত অনেক ভালো সবাই তেমনটাই বলছিলো, একের পর এক দারুর সব ছবি ক্যাপচার করছিলো ক্যামেরাতে৷ সেই থেকে আমারও নতুন স্বপ্নের সূচনা আমিও ছবি তুলবো তার আগো একটা ভালো ক্যামেরা কিনতে হবে৷ bangla golpo 2022
মাসির মতই না না মাসির চেয়েও ভালো ভালো মূহুর্ত ক্যাপচার হবে আমার হাতে। নিজেও দারুন দারুন সব স্টাইলের পোজে ছবি তুলবো আর সেগুলো ফেইসবুক প্রোফাইলে দিবো, মেয়েরা ছবি দেখেই ক্রাশ খাবে আমার উপর। শুধু মানুষ কেন আমি প্রকৃতির ছবি তুলবো, পাহাড়-পর্বত, সমুদ্র, ধানক্ষেত, দূরের গাছের সারি, বিকেলে ঘরে ফেরা পাখির, ভোরের সূর্যের আরও কত কিছুর ছবি তুলবো বলে শেষ করা যাবে না। আপাতত স্বপ্ন গুলো একে একে সাজিয়ে রাখছি একদিন সব সত্যি হবে।
একের পর এক স্বপ্নের পাহাড় চাপিয়ে চলেছি আমি আমার এক রতি ছোট্ট মাথাটার উপর। তবে আমার কাছে সেটা তেমন কোন বোঝা মনে হয় না, এই স্বপ্ন গুলোই তো আমাকে বড় করে চলেছে একটু একটু করে, এরাই আমাকে আশা দেখায় আরেকটা দিন নতুন করে বাঁচতে। আমার মায়ের খুব ইচ্ছে বা স্বপ্ন বলাই ভাল ভ্রমন করা, দেশ বিদেশের নান্দনিক উপভোগ্য দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর সব স্পট গুলো ঘুরে দেখা৷ bangla golpo 2022
এ নিয়ে মা প্রায়ই বাবার সাথে মোবাইলে কথা বলে আমি আড়ি পেতে শুনি, বাবাও কথা দিয়েছে মা কে সব পছন্দের জায়গা গুলোতে ঘুরতে নিয়ে যাবে। সেখানে ঘুরতে গিয়ে কি কি করবে, কি কিনবে, কি কি খাবে কি কিনবে এসবে স্বপ্ন বুনে চলেছে সেগুলোও শুনেছি আমি। সেদিন মোবাইলে মা অনেক গুলো জায়গার ছবি আমাকে দেখিয়েছিলো আর যা হবার তাই হলো সেটা তো অনিবার্য। আমার নতুন করে পর্যটক হবার স্বপ্নের নতুন পাতা শুরু হলো। আমিও বড় হয়ে মোবাইলে দেখা জায়গা গুলো ঘুরতে যাবো, এডভেঞ্চারে বেরিয়ো যাবো নতুন কিছু দেখার আশায় নতুন কিছু জানার তেষ্টায়।
স্বপ্ন বোনা শুরু হলো এবার আমার বড় হবার অপেক্ষা…. আজ এখানে তো কাল ওখানে ছুটে বেড়াবো আমি। আজ পাহাড় জয় করবো তো আগামীকাল সমুদ্র স্নান। ঘুড়ির মত আকাশে উড়ে বেড়াবো আবার কখনো মাছের মত সাঁতার কাটবো….শীতে বরফের উপর দিয়ে হাটবো প্রচন্ড গরমে কোন মরুভূমিতে তাবু টানাবো। উফফ এত আনন্দ কোথায় রাখি আমি আমার স্বপ্ন গুলো একে একে জমা হচ্ছে ভবিষ্যতের ঝুলিতে। bangla golpo 2022
কদিন ধরেই দেখছি মায়ের মনটা খুব খারাপ, কি হয়েছে সেটা বুঝতে পারিনা হয়তো বুঝার মত বয়স হয় নি এখনো। শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছে ঠিকমত খাওয়া দাওয়া করতে পারছে না, কিছু মুখে দিলেই বমি করে দেয়। মায়ের এমন অবস্থায় আমার চিন্তার অবসান নেই হঠাৎ কি হলো কিছুই বুঝতে পারছি না, তবে মায়ের চিন্তায় চিন্তায় আমার স্বপ্ন দেখা লাটে উঠলো। মা সবসময় কেমন একটা ভয়ের মাঝে থাকে, শেষে মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলো দাদু দিদা সেদিন রাতেই শুনছিলাম দাদু দিদা খুব বকাবকি করছিলো মা কে।
আমার খুব কষ্ট হচ্ছিলো, কেন ওরা আমার মাকে ওভাবে বকাবকি করে? মা কি দোষ করেছে যে এভাবে শাসাতে হবে? মা এক কোনে দাড়িয়ে ঠকঠক করে কাঁপছিলো আর নীরবে কাঁদছিলো, আমি তো ছোট নইলে ঠিক মায়ের চোখের মুছিয়ে দিতাম শক্ত হাতে হাতটা ধরে মায়ের হয়ে কথা বলতাম। খুব বুঝতে পারছি বাসায় চাপা একটা উত্তেজনা কাজ করছে, কিছু একটা ঘটেছে সেটার আচ ঠিকি পাচ্ছি তবে কি নিয়ে সেটা আন্দাজ করতে পারছি না। bangla golpo 2022
কি করবো আমি সবসময় তো আর সব কথা শুনতে পারছি না, আমি যখন ঘুমিয়ে থাকি তখন আমার আড়ালেও অনেক কিছু ঘটে চলেছে৷ সবাই কেমন মাকে এড়িয়ে চলছে, মাসিও মায়ের সাথে বেশি একটা কথা বলে না। মা সারাদিন মুখ গোমড়া করে থাকে, বাসা থেকে বের হয় না কলেজে যায় না, খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছে শরীরটা শুকিয়ে যাচ্ছে দিন দিন। তবে মাঝে মাঝে সবাইকে লুকিয়ে চুপি চুপি আমার সাথে কথা বলে আর কাঁদে।
আমার মনটা সেদিন খুব খারাপ হয়ে গিয়েছিল যখন হঠাৎ মুখ ফসকে মা বলে দিলো আমার কারণেই যত সমস্যা হচ্ছে, আমি বড় হচ্ছি বলেই মায়ের এত কষ্ট, মা নাকি আমাকে দূরে পাঠিয়ে দিবে তবেই একটু শান্তি পাবে একটু হলেও সবার এই মানসিক অত্যাচার থেকে বাঁচবে। কথাটা শুনে আমার খুব কষ্ট হচ্ছিলো কিন্তু কান্না করতে পারছিলাম না, হাজার চেষ্টা করেও দু ফোটা জল বের করতে পারিনি আমি পরিস্ফুটিত না হওয়া দুই চোখ দিয়ে। এক নিমিষে যেন আমার পুরো পৃথিবীটাই বদলে গেল আমি নিজেকে গুটিয়ে নিলাম, স্বপ্ন দেখা কমিয়ে দিলাম স্বপ্ন দেখে কি লাভ যদি মায়ের কাছেই না থাকতে পারি। bangla golpo 2022
মা কেমন যেন বদলে গেল, কারও সাথে কথা বলে না ঠিক মত খায় না আমাকে আগের মত যত্ন করে না৷ যাদের সাথেই কথা হয় শুধু ঝগড়া আর কথা কাটাকাটি। বাবাও মায়ের সাথে ঠিকমত কথা বলে না কেমন যেন এড়িয়ে যায়, কলের পর কল মিসড কল হয়েই থেকে যায় এরপরও যতটুকু কথা বলে সেটাও তেমন ভালো কিছু না সেটা বুঝতে পারি। আমি আর নিতে পারছিলাম না সবকিছু। আমার ছোট্ট শরীরেও যন্ত্রণা অনুভব করতে শুরু করেছি আজকাল, কিছু যেন একটা আমাকে একটু একটু গ্রাস করে চলেছে।
আজ দুদিন হলো আমাকে মায়ের থেকে দূরে পাঠিয়ে দিয়েছে, এই দুদিনে আমার গত দুমাসে দেখা স্বপ্ন গুলোর অবসান ঘটে গেল। সেদিন হয়তো রাগে কষ্টে ঐ কথা গুলো বলে ফেলেছিল কিন্তু ঠিকই পড়ে মা সবার সাথে লড়াই করেছিল আমাকে নিজের কাছে রেখে দেবার। আমি যদি বড় হতাম তবে ঠিকি রবীন্দ্রনাথের বীরপুরুষ কবিতার মতই সব বিপদে মাকে আগলে রাখতাম, কিন্তু পারি নি আমি আমার মাও পারে নি। একা একা আর কত লড়াই করা যায়। দাদু-দিদা, মাসি, বাবা সবাই মায়ের বিপক্ষে সবায় চায় আমি যেন দূরে চলে যাই। bangla golpo 2022
মা অনেক কান্না কাটি করেও কারও মন গলাতে পারে নি। মাঝে মামা একটু সাপোর্ট দিয়েছিল মাকে তবে সেই পাগলাটের মামার কথায় কেউ কোন সিদ্ধান্ত বদলায় নি। সেদিন আমাকে জড়িয়ে ধরে সারা রাত কেঁদেছিল মা, মা যে খুব করে চাইছিলো আমাকে নিজের কাছেই রাখতে। সে রাতে আমি আবার স্বপ্ন দেখতে চেয়েছিলাম যেন সবকিছু ঠিক হয়ে যায় আগের মত, আমার মা আবার হাসিখুশি থাকে সবসময়, সবাই যেন আবার আগের মতই আমার মাকে ভালো বাসে আর মা আমাকে।
সুন্দর একটা পরিবারের স্বপ্ন, আমি আর মা বাবার হাসি খুশিতে দিন কাটানোর স্বপ্ন একজনের জন্য আরেকজনের বাঁচার স্বপ্ন।মা বাবাকে বারবার মোবাইল করে অনুনয় করেছিল আমাকে তার কাছে রেখে দেবার একটা ব্যবস্থা করার জন্য কিন্তু বাবা তার অপারগতা প্রকাশ করে গিয়েছে বারবার। অবশেষে দুদিন আগে আমার কুমারী মাকে তার সন্তান কে তার কাছ দূরে পাঠিয়ে দিতেই হলো। মায়ের জীবনের একটা ভুল সবাই মিলে শুধরে দিলো বিনিময়ে আমার বলিদান আমার স্বপ্ন গুলোর বলিদান। bangla golpo 2022
আজ আমি দূরেই চলে গিয়েছি অনেক দূরে সেখান থেকে মাকে দেখতে পাওয়া যায় কিন্তু ছোঁয়া যায় না ইচ্ছে করলেও মায়ের শরীরের সাথে লেপ্টে থাকতে পারি না। মার সাথে কথা বলতে পারি না, লুকিয়ে আইসক্রিম খাওয়া হয় না। কিন্তু ঐ দূর থেকেই আমি দেখছি মা কাঁদছে তার অনাগত সন্তান হারানোর জন্য নাকি তার কুমারী জীবনের ছোট্ট ভুলের জন্য। আমি দূরে চলে গেলাম আমার এতদিনের দেখা স্বপ্ন গুলোও দূরে সরে গেছে, আমার হয়তো আর অস্তিত্ব নেই কিন্তু আমার স্বপ্ন গুলো…….
হয়তো ফিরে আসবো নতুন কোন শরীরে নতুন কোন মাতৃ জঠরে। তখন না হয় আবার স্বপ্ন দেখবো তার আগ পর্যন্ত এখানেই স্বপ্নের ইতি….