পিঞ্জর:প্রথম অধ্যায় – পর্ব – ৯
“মুখোপাধ্যায় ও দত্ত পরিবারের ঘনিষ্ঠতার বিবরণ” সেই দিনের পর থেকে ‘বনশ্রী আবাসনের Dব্লকের 10A ও 10B ফ্ল্যাটের মুখোপাধ্যায় ও দত্ত পরিবারের মধ্যে ঘনিষ্ঠ পারিবারিক সর্ম্পক গড়ে ওঠে ৷ মূলতঃ গোপা মুখোপাধ্যায় ও সুজয় দত্তের মধ্যে গত দুই-তিনদিন যে উদ্দাম শরীরী খেলা হয় সেই কারণটাই মুখ্য ৷ এবং সুজয়ের জ্বরের খবরে …