এই শব্দ দুটো বাচ্চাটা হয়তো ভুল করে বা না বুঝে লিখেছে। কিন্তু কোনো মা কি সরল সাধাসিধে হওয়ার সাথে সাথে লোভী আর ভীতু হতে পারে না? আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। যে মায়ের চরিত্র খারাপ হওয়া সত্ত্বেও যাকে আমি মহিয়সী একজন নারী বলে মনে করি সেও কি লোভী আর ভীতু নয়। হ্যাঁ। এটাই আমার মায়ের জন্য শ্রেষ্ঠ চারিত্রিক বর্ণনা।
suhag rat choti
খাতা গুলো আর আমার দেখতে ইচ্ছা হল না। অনেক সময় আছে হাতে। শুয়ে পড়লাম। বেলা 10টা 12 বাজছে। নীচে আমার মা ও সৎ বাবা আছে। তাদের কথা শুনতে পাচ্ছি অল্প স্বল্প। আমার বউও বাবা মায়ের সাথে কথা বলছে। সেদিক থেকে আমি আজ খুব সুখি পরিবারের অংশ। হটাৎ আমার নিজের বাবার দেওয়ালে টাঙানো ছবিটার দিকে নজর গেল। আমার মুখে একটা ছোট হাসি ফুটলো। মনে মনে বললাম। “সত্যি সম্পর্ক কি অদ্ভুত এক জিনিস। ”
মিনিট পাঁচেক পর অমৃতা এলো। আমার জল খাবার নিয়ে এলো।
অমৃতা: আজ খুব দেরি হয়ে গেল গো। বাবাকে ইনজেকশন দিতে এসেছিল যে আজ সে এমন সময় এলো। সব কিছু ওলটপালট হয়ে গেল।
আমি: তুমি খেয়েছো?
অমৃতা: না এই আমি আর মা খাবো । থালাটা একদম নিয়েই যাবো। নাহলে তো সারাদিন ঘরেই পরে থাকবে।
আমি: এই শোনো আমি অল্প স্বল্প কাজ করি। থালাটা আমি নিচে নিয়ে যেতে পারবো।
অমৃতা: জানি তো। তাই তো যতদিন তোমাদের এই ছুটি শুরু হয়েছে প্রতিদিন রাতে আমি ঘরে এসে দেখি সকালের থালা পরে আছে। কি কুঁড়ে রে বাবাঃ। suhag rat choti
আমি: বর হয় আমি তোমার।এভাবে কথা শোনাবে? নাও খাও একটু।
আমি একটু লুচি ঘুগনি ওর দিকে বাড়িয়ে দিলাম।
অমৃতা: এটা তোমার জন্য সোনা। আর কথা কোথায় শোনালাম। আমি তো তোমাকে ঝাড় দিচ্ছি।
এই বলে ও ফিক করে হেসে দিলো।
অমৃতা আর আমি একে অপরকে অল্প খায়িয়ে দিলাম। হালকা হাসি হলো। ও থালা নিয়ে চলে গেল। আবার মনে পড়ে গেল লোভী ও ভীতু কথাটা। অমৃতা ভীতু তো খুবই। কিন্তু লোভী কি? না। ও আমার জন্য সব ছেড়ে দিতে পারে। আগেও তার প্রমান দিয়েছে। কিন্তু মা? আবার ফিরে এলো অনেক স্মৃতি।
পাঠকদের শুরুর থেকে বলি। তাতে পুরো ঘটনা জানা হবে। এখানে রাজনৈতিক কয়েকটা কথা উঠে আসবে। কিন্তু আমি নিজে রাজনীতির থেকে দূরে থাকি। শুধু সত্যি ঘটনা বলে আমি বলবো রাজনীতির কথাটাও। suhag rat choti
–চলবে
কলকাতার লোকেরা যখন তারাপীঠ আসে রাতের ট্রেনে তখন গুসকরা পেরোলেই তারা অবাক হয়ে দেখে মাইলের পর মাইল অন্ধকার। সেই বীরভূমের কাহিনী এটা। সালটা 1956। জয়দেব মোড় থেকে মাইল 4দূরে একটা গ্রাম। বেশ বড় গ্রাম। সেই গ্রামের পাঠশালার পন্ডিতের বাড়িতে দুই ছেলের পর মেয়ে হয়েছিল। ঘরে মা লক্ষী এসেছিল।
আদর করে নাম দেয় সাধনা। দুধের মতো ফর্সা গায়ের রং। চোখ গুলো বড় বেশ টানটান। গোলগাল মেয়েটা কাঁদতো না বেশি। তবে ছোট থেকেই ছিল ভীষন জেদি। যেটা চাইতো সেটা আদায় করেই ছাড়ত। কি আর চাইতো। মায়ের রান্নার খুন্তি বা হামানদিস্তার মুগুরটা। যেটা নিত সেটা নিয়েই খেলতো। একটা জিনিস নিয়েই সারাক্ষন মেতে থাকতো। সেটা চলে গেলে নতুন কিছু। suhag rat choti
একটু বড় হলে স্কুল যেতে শুরু করলো। অসম্ভব মেধাবী এই মেয়ে। দুই দাদার চেয়ে কম তো নয়ই বরং দুই দাদার সমষ্টির চেয়েও বেশি। প্রতিবার প্রথম হতো। জেদ ছিল তেমন। আঁচার কুল আম এসব ছিল ওর প্রিয়। পুতুল ছিল 1টা। ছেলে পুতুল। কোনো সময় পুতুলটাকে এমন মারতো যেন সে কোনো খুনের আসামি। বেচারা পুতুল বলে কি না সহ্য করতে হতো।
কিন্তু এই মেয়ের জীবনটা অন্য দিকে ঘুরে গেল মাত্র অল্প বয়সেই। সাধনার বড় দাদার সেই সময় হেতমপুর কলেজে পড়া শেষ হলো। দারুন রেজাল্ট। কলকাতায় বড় কলেজে সুযোগ পেলে আরো আগে পড়ার। কিন্তু খরচ? সাধনার বাবা গরিব । জমিজমা যা আছে মেয়ের বিয়ে দিতে হবে। মেয়েটাও বেশ ডাগর হয়ে উঠেছে। ছোট ছেলেটাও এবার কলেজে যাবে। পাড়ার সবাই বললো মেয়ের বিয়ে দিয়ে দিতে। ছেলেদের সমাজে প্রতিষ্ঠা করার জন্য একজন মেয়েকে তার ইচ্ছার আশার জলাঞ্জলি দিয়ে দিতে বাধ্য করা হলো। suhag rat choti
পাত্র ঠিক হলো পাশের গ্রামের এককালের নায়েব মশাইয়ের নাতির সাথে। তার নাম প্রভাত রায়। ছেলের বয়স 22। কলকাতার কলেজে পড়েছে। কিন্তু এমন বে আক্কেলে ছেলে যে খাবার টাকায় লেনিন আর মার্কসবাদের বই কিনেছে। বিয়ে দিলে বউ যদি আঁচলে বেঁধে রাখতে পারে।
সাধনার কিন্তু তখন বিয়ে নিয়ে ছিল দারুন উন্মাদনা। পুতুলের বিয়ের মতো তারও বিয়ে। গয়না শাড়ি কত কি পাবে। ওর বন্ধু অর্চনা নাকি দেখেছে প্রভাতকে। দারুন দেখতে। সেই নিয়ে ওর দারুন একটা লজ্জা লজ্জা ভাব।
কিন্তু লজ্জা কেন সেটা সে জানে না। লজ্জা পেতে হয় ব্যাস। তখনকার দিনে বিয়ের আগে ছেলে মেয়ে একে অপরকে দেখতো না। তাই সাধনার কল্পনার মানুষটা কেমন সেটা দেখতে পেল না। সাধনাকে ওর বাবা একদিন বললো ছেলে নাকি নিজে বলেছে বিয়ের পর ওকে পড়াশুনা করাবে। এটা শুনে সাধনার এই লোকটার প্রতি কোথাও একটু ভালোলাগা শুরু হলো। নব্য যৌবনের প্রথম ভালোলাগা। suhag rat choti
বিয়ে হয়ে গেল 1969 সালের শেষের দিকে। শুভদৃষ্টিতে সাধনা তাকাতে পারে নি প্রভাতের দিকে। তবে একটা জিনিস দেখেছিল। না বরের কোনো সাজ সেজেছে। না পড়েছে দামি পোশাক। গরুর গাড়িতে প্রথম সত্যি করে শুভ দৃষ্টি হয়েছিল। প্রভাতের মুখে ছিল একটা হালকা হাসি।
তারপর শশুর বাড়িতে গিয়ে এটা ওটা করতে করতে দুটো দিন কেটে গেছে। ফুলশয্যার রাতে আবার একে অপরের কাছে এলো দুজন। প্রভাত ঘরে ঢুকে কি বলবে বুঝতে পারছিল না। ফুলের মতো একটা মেয়ে বসে আছে খাটে। একটু গোলগাল মেয়ে। কলকাতার মেয়েদের মতো উগ্র নয়। যেন কেমন একটা নরম ভাব। কি বলবে না খুঁজে পেয়ে প্রভাত বললো
প্রভাত: কেমন লাগলো তোমার এই বাড়ি।
সাধনা: ভালো।
প্রভাত: শরীর ঠিক আছে তো? খাওয়া দাওয়া কিছু অসুবিধা হয় নি তো?
সাধনা: না। না। suhag rat choti
সাধনা এইবার প্রভাতের মুখের দিকে এক ঝলক তাকালো। সেই একই রকম না সাজগোজ না কোনো দামি পরিধান। একদম সাদামাটা।
সাধনা: আপনার আমাকে পছন্দ হয় নি? জোর করে বুঝি বিয়ে দিয়েছে আপনার?
প্রভাত এই রকম কিছু আশা করে নি। এই ছোট্ট মেয়েটা কিনা এমন ভাবে প্রশ্ন করবে? কিন্তু ভালো। ওই লজ্জাবতী লতা নয়। কথা বলতে জানে। সে এমন একজন কেই তো চেয়ে ছিল। কিন্তু হঠাৎ এই রকম কথা কেন জিজ্ঞাস করছে?
প্রভাত: আগে তো তোমাকে দেখি নি। তাই পছন্দ হওয়ার বা না হওয়ার কিছু ছিল না। কিন্তু এখন তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে। suhag rat choti
সাধনা লজ্জা পায়। এবার লজ্জা পাওয়ার সময় বুঝতে পারে কেন লজ্জা পেল।
সাধনা: আপনি সাজেননি কেন? জানেন মন্দাকিনির বর কত দামি একটা পাঞ্জাবি পরে ওকে বিয়ে করতে এসেছিল। আর আপনি তো শুধু একটা সুতির পাঞ্জাবি পরেই বিয়ে করে নিলেন।
প্রভাত এমনি কথা বলা একটা মেয়েকে পেয়ে নিজেকে ধন্য মনে করে। কিন্তু এই মেয়ে যে বুর্জোয়া সাজ আর আদবকায়দা পছন্দ করছে। না না একে বোঝাতেই হবে।
প্রভাত: সাধনা।
স্বামীর মুখে তার নাম টা শুনে চমকে ওঠে । suhag rat choti
সাধনা অবাক হয়ে দেখে প্রভাতের মুখের দিকে। দুজনের চোখেই ভালোবাসার ভাব ফুটে ওঠে।
প্রভাত এবার মুখটা এগিয়ে এনে চুমু খায় সাধনার মুখে। সাধনা ভাবে নি এটা। অবাক হয়। আবার ভালো লাগে। এই লোকটা পুতুল নয়। একদম জ্যান্ত। শুধু তার একার। এবার প্রভাত বলে
প্রভাত: কাল বলবো আমি কেন সাজি নি বাকিদের মতো।
সাধনা: বেশ তাই বোলেন।
প্রভাত: ফুলশয্যায় কি হয় জানো সাধনা?
সাধনা: হ্যাঁ। বান্ধবী গুলো বলেছে। আপনি জানেন মন্দাকিনি বলছিল…..
কথাটা শেষ করতে দেয় না প্রভাত। ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয়। তারপর বলে…. suhag rat choti
প্রভাত: আমি তোমাকে তুমি বলবো। তুমিও আমাকে তুমি বলবে। কোনো আপনি আপনি নয়। আমাকে ডাকবে নাম ধরে।
সাধনা: এ বাবাহ নানা। তা হয় নাকি? আপনি কত বড় গুরুজন।
প্রভাত: আমি গুরুজন তো? তাহলে আমার কথা শোনা সাধনা। আমাকে নাম ধরে ডেকো। আর আপনি যদি আবার বলো তাহলে কিন্তু মার খাবে।
সাধনা: বেশ বেশ বেশ। তাই করবো। কিন্তু সবার সামনে নাম ধরে ডাকবো?
প্রভাত: হ্যাঁ। সবার সামনে। আমার বউ সবার মতো হোক আমি চাই না।
সাধনা: এবার শোবে?
প্রভাত: সাধনা আমরা কি সেক্স করবো?
সাধনা: মানে? suhag rat choti
প্রভাত: আসলে তুমি খুব ছোট সাধনা। এত কম বয়সে এসব করলে জানি না কেমন কি হবে।তাই। আমরা বন্ধুর মতো মিশি এখন। তুমি আর একটু বড় হয়ে যাও। তারপর সেক্স করবো।
সাধনা: কিন্তু ফুলশয্যায় তো ওই যেটা বললে ওটা করতেই হয়। না হলে বিয়ে পূর্ণ হয় না। বর বউয়ের মাঝে কিছু না হলে সম্পর্কটা শক্ত হবে কি করে?
প্রভাত: এখন তোমার শরীর তৈরি হয় নি সাধনা। এখনই করলে শুধু কষ্ট পাবে। আরাম হবে না। বুঝলে।
সাধনা এবার নিজেকে একটু গুটিয়ে নেই। প্রভাত সেটা বুঝতে পারে। জড়িয়ে ধরে সাধনা কে। সাধনাও জড়িয়ে ধরে। ঠোঁটে ঠোঁট রেখে চুমু খায় দুজন।
সাধনা বলে আদর খাবে?
প্রভাত এবার অবাক হয়। এই মেয়েটা ওকে মনে প্রানে চাইছে। আর ও কিনা শহুরে জ্ঞান ফলাচ্ছে। এখানে তো মেয়েদের কত ছোটোতে বিয়ে হয়। অষ্টমঙ্গলা না পেরোতেই পেটে বাচ্চা আসে। suhag rat choti
প্রভাত সাধনার দিকে তাকায়। চোখের ইশারায় সম্মতি আদানপ্রদান হয়। জাপটে ধরে একে অপরকে। প্রভাত সাধনার বুকেহাত দেয়। শাড়িটা সরিয়ে ব্লাউসের ভেতরে হাত দেয়। সাধনা চোখ বন্ধ করে। সাধনার বুক তখনও অনেকটাই ছোট। কিন্তু বুকটা ভরাট। দুদু গুলো যে টুকু ফুললে অনুভব করা যায় তার থেকে বেশি। কিন্তু তাও ছোট। ব্লাউসের ভেতরে একটা সাদা কাপড়। তখন ব্রা পড়তো না । এমনি একটা কাপড় পড়তো। প্রভাতের শক্ত হাতের জোরে সেগুলো খুলে দেয়।
বলা ভালো ছিঁড়ে দেয়। উদোম হয়ে যায় চতুর্দশীর উর্ধাঙ্গ। গাঢ় কালচে বোঁটা। তখনও খুব ছোট। বগলে ঘাম জমেছে এই শীতের মধ্যেও। পরিষ্কার বগল। তখন চুল গজায় নি। এবার প্রভাত চুমু খেতে থাকে নিজের স্ত্রীর দুদুতে। কামড়ায় অল্প। সাধনা হটাৎ করে অনেক কিছু শিখে যায়। সে প্রভাতের পাঞ্জাবি টা খুলে দেয় টেনে। শক্ত শরীর। গায়ের রং শ্যামলা। কিন্তু গায়ে পেশির রেখা ফুটে উঠেছে। প্রভাত নিজের স্ত্রীর শাড়িটা এবার কোমর থেকে খুলে দেয়। সাদা সায়া পরে আছে । suhag rat choti
সায়ার দড়িতে হাত দেয়। এই প্রথম কোনো নারীর শরীর নিয়ে মেতেছে। হাত কেঁপে ওঠে। সাধনা লক্ষ্য করে সেটা। ও লজ্জা পায়। কিন্তু সায়ার দড়িটা খুলতে বর কে সাহায্য করে। সাধনার যোনি এবার উন্মুক্ত হয় প্রভাতের সামনে। একদম স্বচ্ছ তাজা যোনি। একটু ফোলা। উপর দিকের কিছু লোম একটু বড় হয়েছে সবে। আলতো ভাবে হাত দেয় প্রভাত। সাধনা হাত চেপে ধরে।
সাধনাকে যেন কেউ বলে দেয় এবার প্রভাতকেউ নগ্ন করে দিতে। সাধনা অন্য হাতে প্রভাতের পাজামার ফিতেতে হাত দেয়। প্রভাত বুঝতে পেরে নিজেই খুলে দেয় । খাট থেকে দুজনের জামাকাপড় ফেলে দিয়ে নগ্ন শরীরে দুজনে লেপ নিয়ে শুয়ে পড়ে। প্রভাত সাধনার হাতে নিজের লিঙ্গ টা ধরিয়ে দেয়। গরম একটা লোহার রড। বেশ বড়। অনেক চুল ও রয়েছে। নীচে বল গুলোও বেশ বড়। সাধনা একটু হাত দিয়ে ধরে থাকে। কি করবে বুঝতে পারে না। প্রভাত সাধনাকে চুমু দেয়। suhag rat choti
প্রত্যুত্তরে সাধনাকে ও চুমু খেতে হয়। বেশ ভালো লাগে ওর। এরপর সাধনা বুঝতে পারে তার যোনির কাছে কিছু একটা ঠিকল। তার ঠিক পরেই খুব জোরে একটা ব্যথা হলো। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললো দেখলো বরের কোলে মাথা রেখে শুয়ে আছে। কোমর থেকে নিচের দিকে একটু ব্যথা লাগছে। বর ঘুমিয়ে গাছে।
বরের কোলে একটু মাথাটা ঘুরতেই বরের লিঙ্গটা অনুভব করলো। যদিও বর এখন একটা লুঙ্গি পরে আছে। তার নিজের শরীরে কোনো কিছু নেই। সে এই আদর সোহাগ টা ভেবেই নিজের মনেই হাসলো। লেপটা একটু সরিয়ে দেখলো দুধে লোকটার কামড়ের দাগ রয়েছে। তাতে একটু জ্বালা জ্বালা করছে। মনে মনে বললো। “পশু একটা। “হেসে উঠলো এটা ভেবেই। আবার লেপটা টেনে শুয়ে রইলো। suhag rat choti
এভাবে আমার মা সাধনা মুখার্জির বিবাহিত জীবন শুরু হলো। যদিও প্রভাত রায় আমার বাবা নয়। বরং আমার সৎ বাবা। যে এখন নীচে আমার মাযের সাথে রয়েছে। কি অদ্ভুত তাই না? মাঝে কেটে গেছে প্রায় 45 বছর। কি হয়েছে এই বছর গুলোতে। সেটাই বলবো এর পর আস্তে আস্তে।