শেষের পাতায় শুরু [পর্ব ৯][১]
Written by Pinuram ঠিক সেই সময়ে রিশুর ফোন বেজে ওঠে। ফোনের দিকে না তাকিয়েই ফোন কানের কাছে এনে জিজ্ঞেস করে, “হ্যালো, হু ইজ দেয়ার?”অন্যপাশ থেকে ভেসে আসে এক তরুণীর সুরেলা কন্ঠস্বর, “হাউ আর ইউ হ্যান্ডসাম?”রিশুর বুকের ওপরে মাথা রেখেই শুয়েছিল ঝিনুক তাই কানের মধ্যে মেয়েলী কন্ঠের “হ্যান্ডসাম” শব্দটা যেতেই কানখাড়া …