কোনো এক অজান্তে ৷ পর্ব-১০,
স্মৃতি রোমন্থন ৷ দিন বারো পর আজ শুক্রবার বরেনবাবু ও শিপ্রাদেবী কলকাতা ফিরে যাবেন ৷ শিপ্রা শর্মিলা ও শিবুকে বলেছেন.. তোদের ছয়মাস থাকার মেয়াদের মধ্যে আবারও আসবেন ৷ শর্মিলাদেবী হেসে বলেন.. বেশতো..তোমাদেরইতো বাড়ি ৷আসবে বইকি ৷ শিপ্রা শর্মিলার গালটিপে দিয়ে বলেন..এখন তোর- আমার কিরে শর্মি-আমরা সবাই একটা পরিবারতো ৷ দুপুরের …