যে যেমনভাবে চায় [পার্ট ৩] [সমাপ্ত]
(৪৩) ড.রিয়াজ সাহেব বিছানায় পড়তে না পড়তে ঘুমে কাদা। নাদিয়া বেগমের চোখে ঘুম নেই।সেই সকালে গেল,এত রাত হল ফেরার নাম নেই।পাশে মানুষটা কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে দেখে গা জ্বলে যায়। গায়ে ঝাকি দিয়ে বলেন, আপনে ঘুমাইলেন নাকি?–না ঘুমাই নাই,কি বলতেছো বলো।রিয়াজ সাহেব রাগ করেন না।— এত কামাইতেছেন, আপনের টাকা কে খাইবো …